সঞ্চয়ে বাধা! বন্ধ হচ্ছে ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’

নয়াদিল্লি: মহিলাদের জন্য বিশেষভাবে তৈরি জনপ্রিয় ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ স্কিমটি বন্ধ করার সিদ্ধান্ত নিল কেন্দ্রের বিজেপি সরকার। মাত্র দুই বছর আগে চালু হওয়া এই…

নয়াদিল্লি: মহিলাদের জন্য বিশেষভাবে তৈরি জনপ্রিয় ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ স্কিমটি বন্ধ করার সিদ্ধান্ত নিল কেন্দ্রের বিজেপি সরকার। মাত্র দুই বছর আগে চালু হওয়া এই সঞ্চয় প্রকল্পটি ব্যাঙ্ক ও পোস্ট অফিসের মাধ্যমে মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। তবে, সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে আগামী ৩১ মার্চের পর থেকে এই স্কিমে আর নতুন কোনো ডিপোজিট গ্রহণ করা হবে না। (mahila samman savings certificate scheme Closure)

সুদের হার ছিল ৭.৫ শতাংশ mahila samman savings certificate

২০১৯ সালের ১ এপ্রিল শুরু হওয়া এই প্রকল্পটির সুদের হার ছিল ৭.৫ শতাংশ, যা অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় স্কিমের তুলনায় অনেক বেশি। আর এ কারণেই এটি মহিলাদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ১৮ বছরের বেশি বয়সি মহিলাদের জন্য সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বাধিক দুই লক্ষ টাকা জমা রাখার সুবিধা ছিল। এমনকি অভিভাবকরা নাবালিকা মেয়েদের জন্যও এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারতেন।

কেন্দ্রের অর্থমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ৩১ মার্চের পর থেকে এই স্কিমটি বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু সূত্রে খবর, নারী সম্মান ও সুরক্ষা সংক্রান্ত নতুন কোনো প্রকল্পের ঘোষণা হতে পারে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আরও লাভজনক এবং সুবিধাজনক স্কিম নিয়ে কাজ করছে। তবে, বিরোধীরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, সরকারের নারী সুরক্ষা সংক্রান্ত প্রকল্পগুলো শুধুই রাজনৈতিক কথা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা ও সম্মান নিয়ে অনেক ভালো কাজ হচ্ছে, যা বিজেপি সরকার অনুসরণ করতে পারে।

মহিলাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ছিল mahila samman savings certificate scheme

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের সুদের হার, যা ছিল ৭.৫ শতাংশ, তা বিশেষ করে মহিলাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ছিল। এক বছরে ৪০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নেওয়ার সুযোগও ছিল, যা অনেকেই ব্যবহার করেছিলেন। এদিকে, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো অন্যান্য সঞ্চয় প্রকল্পও মহিলাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

এই স্কিমটি বন্ধ হওয়ার সিদ্ধান্তে অনেক মহিলার মধ্যে হতাশা তৈরি হয়েছে, তবে এখন সবার চোখ সরকার কী নতুন উদ্যোগ গ্রহণ করে তা দেখার দিকে। নতুন কোনো অর্থনৈতিক উদ্যোগ আসবে কি না, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

 Bharat: India discontinues popular Women Savings Certificate scheme from March 31, 2025. Launched in 2019 with a 7.5% interest rate, it gained massive popularity. Learn about the closure, political reactions, and future plans for women’s financial security.